অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের বিষয়টি নির্ভর করছে বোর্ডের সঙ্গে তাদের চুক্তির ওপর। বোর্ড এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মধ্যে এখনো খেলোয়াড়দের চুক্তি নিয়ে আলোচনা চূড়ান্ত হয়নি। বোর্ডের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া দল কোনো সফরে যাবে না। এ কথা জানান অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক স্টিভেন স্মিথ। মঙ্গলবার (০১ আগস্ট) ফক্স স্পোর্টসকে এক সাক্ষাৎকারে এসব কথা জানান অজি অধিনায়ক। এসময় তিনি আরও জানান, খেলোয়াড়রা মাত্র তিন সপ্তাহের চুক্তিতে বাংলাদেশ সফরে যেতে রাজি হবে না। তিনি সাফ জানিয়ে দেন, বাংলাদেশ সফরে তারা যেতে চান। তার জন্য প্রথমে তাদের চুক্তি নবায়ন করতে হবে। কোনো সফরে যাওয়ার আগে তাদের ক্রিকেটারদের কথা ভাবতে হবে। চুক্তি না হলে বাংলাদেশ সফর নয়। এমনকি সামনে কোনো সফরেই যাবে না তারা! ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু বেতন-ভাতা নিয়ে বনিবনা না হলে এ সফর বাতিল হতে পারে। এ শঙ্কার সৃষ্টি হয়েছিলো অস্ট্রেলিয়ার ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হওয়ার পরই। গত বছরের নভেম্বর থেকে ঝামেলা শুরু। ক্রিকেটারদের চুক্তি নবায়ন করা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)-এর মধ্যে চলছে দ্বন্দ্ব। ৩০ জুনের মধ্যে ক্রিকেটারদের সঙ্গে নতুন চুক্তি হওয়ার কথা ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার। সেটা হয়নি। চুক্তি না হওয়ার কারণে সেদিন থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বেকার হয়ে পড়েছে।