বাংলাদেশ সফরের প্রস্তুতিতে সামান্যতম ঘাটতিও রাখতে রাজি নয় অস্ট্রেলিয়া। তাই বাংলাদেশ সফরের অজি দলে যোগ হল আরও একটি বড় নাম। দলের সঙ্গে আসছেন ব্রাড হাডিন। অবশ্যই খেলতে নয়, দুই বছর আগেই শেষ হয়েছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান আসছেন স্টিভেন স্মিথদের ফিল্ডিং কোচ হয়ে। বর্তমান ফিল্ডিং কোচ, সাবেক ব্যাটসম্যান গ্রেগ ব্লুয়েট দায়িত্ব নিতে যাচ্ছেন সাউথ অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচের। তার জায়গাতেই দায়িত্ব পাচ্ছেন হাডিন। গতকাল থেকেই ডারউইনে শুরু হয়েছে অস্ট্রেলিয়ার সপ্তাহব্যাপী প্রস্তুতি ক্যাম্প। সেখানে অবশ্য ব্লুয়েট ও হাডিন দুজনই থাকবেন। ক্যাম্প শেষে ব্লুয়েট ফিরে যাবেন সাউথ অস্ট্রেলিয়ায়। যেখানে তিনি হবেন দলটির প্রধান কোচ জেমি সিডন্সের সহকারী। যিনি একসময় বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ছিলেন। অন্যদিকে হাডিন দলের সঙ্গে বাংলাদেশগামী বিমানে উঠবেন। অজি দলের প্রধান কোচ ড্যারেন লেহম্যান অবশ্য বলছিলেন, ‘দলে হাডিনের দ্বৈত ভূমিকা থাকবে। ফিল্ডিং এবং স্পেশালিস্ট উইকেটকিপিং কোচ।’ ডারউইনে ক্যাম্প শেষে ১৮ আগস্ট বাংলাদেশে আসার কথা অজিদের। ২০১৫ অ্যাশেজ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান উইকেটকিপার হাডিন। এর পরপরই নাম লেখান কোচিংয়ে। ক্রিকেট অস্ট্রেলিয়ার হাইপারফরম্যান্স কোচ হিসেবে চুক্তি তার ২০১৯ সাল পর্যন্ত। এরই মধ্যে নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। সহকারী কোচ ছিলেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলেও। গত বছর দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের সহকারী কোচের। এ বছর নিউজিল্যান্ড সফরে ছিলেন জাতীয় দলের সহকারী কোচ। দায়িত্ব নিয়ে হাডিন ফিল্ডিংয়ের মানদণ্ড ধরে নিচ্ছেন তার সাবেক দুই সতীর্থকে। বলছিলেন, ‘এই তরুণ দলটির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। আমি এমন এক যুগে ছিলাম, যখন রিকি পন্টিং ও অ্যান্ড্রু সায়মন্ডসরা বিশ্বমানের ফিল্ডিংয়ের ক্ষেত্রে অস্ট্রেলিয়ান ক্রিকেটকে নতুন পরিচয় দিয়েছিল। দলের ফিল্ডিং ভালো না হলে ওরা ব্যাপারটি ব্যক্তিগতভাবে নিত এবং অন্যকে অনুপ্রাণিত করত সেই মানে উঠে আসতে। এই দলকে আমি সেই মানের উপযোগী করে তুলতে চাই। বিশ্বাস করি, সে সামর্থ্য তরুণ দলটির রয়েছে। কাজটা কঠিন, তবে চ্যালেঞ্জটি নিতে আমি মুখিয়ে আছি।’