মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ১২ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
বাড়ি নির্মাণের জায়গা পেতে যাচ্ছেন মিরাজ
প্রকাশ: ১১:৫৩ am ০৭-১১-২০১৭ হালনাগাদ: ১১:৫৬ am ০৭-১১-২০১৭
 
 
 


অসচ্ছল পরিবারের জন্ম বাংলাদেশ দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। খুলনায় টিনের চালের একটি ভাড়া বাড়িতে থাকত তাঁর পরিবার। গত বছর সংবাদমাধ্যমে খবরটি প্রকাশ পেতেই এগিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলনায় মিরাজের পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণের নির্দেশ দেন তিনি।

এবার সেই বাড়ি নির্মাণের জায়গা পেতে যাচ্ছেন মিরাজ। খুলনার খালিশপুরে মিরাজকে তিন কাঠা জমি দিচ্ছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। খুব শিগিগর এই বাড়ির জায়গা বুঝে পেতে যাচ্ছেন গত বছর ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের নায়ক।

খবরটি মিরাজ নিজেই জানিয়েছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘গত বছরই আমাকে জানানো হয়েছিল জমি দেওয়া হবে। আগামী মাসেই সব কিছু আনুষ্ঠানিকভাবে বুঝে পাব। হয়তো আরো আগেই পেয়ে যেতাম, আমি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকায় কিছুটা দেরি হয়েছে।’

গত বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ে মিরাজ দারুণ অবদান রেখেছিলেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সে ম্যাচে ১২ উইকেট নিয়ে দলের সাফল্যের মূল নায়ক ছিলেন তিনি। এর আগে চট্টগ্রামে প্রথম টেস্টে সাত উইকেটসহ সেই সিরিজে মোট ১৯ উইকেট নিয়েছিলেন তিনি। সেই সাফল্য নিয়ে খুলনায় ফেরার পরই মূলত আলোচনায় আসে মিরাজের দুরবস্থার কথা। এর পরই প্রধানমন্ত্রী এগিয়ে আসেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT