আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের খেলোয়াড় নিলাম (প্লেয়ার ড্রাফট) আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। রাজধানীর অভিজাত র্যাডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বলরুমে এ প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। আর ঘরোয়া ক্রিকেটের জমজমাট এই আসর মাঠে গড়াবে ২ নভেম্বর। বিপিএলের এবারের আসরে মোট ৭টি দল অংশ নেবে। নিলামে প্রতিটি দল ১০ থেকে ১৩ জন দেশীয় ক্রিকেটাকে কিনতে পারবে। এছাড়া প্রতিটি দল ২ জন করে বিদেশি খেলোয়াড়কেও চুক্তি সই করাতে পারবে। দলগুলো হলো- বর্তামান চ্যাম্পিয়ন্স ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগং ভাইকিংস, রাজশাহী কিংস, খুলনা টাইটান্স, রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স। দলগুলোর আইকন ক্রিকেটার হিসেবে ঢাকা ডায়নামাইটসে সাকিব আল হাসান, রাজশাহী কিংসে মুশফিকুর রহিম, খুলনা টাইটান্সে মাহমুদউল্লাহ রিয়াদ, চিটাগাং ভাইকিংসে সৌম্য সকার, কুমিল্লা ভিক্টোরিয়ান্সে তামিম ইকবাল, রংপুর রাইডার্সে মাশরাফি বিন মুর্তজা এবং সিলেট সিক্সার্সে সাব্বির রহমান থাকছেন আইকন হিসেবে। এবার ড্রাফটে এ, বি, সি, ডি ক্যাটাগরি মিলে ১৩৬ জন দেশীয় ক্রিকেটারকে রাখা হয়েছে। বিদেশি ক্রিকেটারদের তালিকায় আছে ২০৬ জন। তবে ইতোমধ্যে দলগুলো ৬৩ জন বিদেশী ক্রিকেটারের সঙ্গে চুক্তি করে ফেলায় আগামীকাল নিলামে বিদেশিদের বিক্রির হার কম থাকবে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি দুপুর ১২টা থেকে সরাসরি সম্প্রচার করবে জিটিভি, মাছরাঙ্গা টিভি এবং বিশ্বব্যাপী সম্প্রচারিত হবে। র্যা বিটহোল অ্যাপ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবছর বিপিএলের পঞ্চম আসরের সম্প্রচার স্বত্ব পেয়েছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম।