শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
বিপিএলে প্রথমসারির দেশি ক্রিকেটারদের সুযোগ না মেলায় হতাশা
প্রকাশ: ১০:১৩ am ২৩-০৯-২০১৭ হালনাগাদ: ০৫:৪১ pm ২৩-০৯-২০১৭
 
 
 


ভালো খেলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে কিছু ক্রিকেটারের দল না পাওয়াকে দুঃখজনক বলছেন ক্রিকেট বোদ্ধারা। দেশিয় ক্রিকেটারদের উৎসাহিত করতে বিষয়টি নিয়ে ভাবনার সময় এসেছে বলেও মনে করেন তারা। তবে ফ্র্যাঞ্চাইজিরা বলছে, ভালো করার লক্ষ্য নিয়ে পছন্দের খেলোয়াড়দেরই তারা দলে টানেন। এতে বিদেশি কোটা বাড়ার কোনো প্রভাব নেই।

বিপিএল মানে অন্যরকম আবহ। দর্শকদের মাঝে উন্মাদনা। নিজেদের মেলে ধরার সুযোগ ক্রিকেটারদের। ঘরের মাঠে বিপিএল খেলতে তাই মুখিয়ে থাকেন তারা। কিন্তু দল গঠনের পরই হতাশায় ডুবতে হয় অনেককেই। এ তালিকায় বাদ যায়না ফর্মে থাকা ক্রিকেটাররাও। এবারও তার ব্যতিক্রম হয়নি। বরং এককাঠি সরস দলগুলো। পাঁচ বিদেশী খেলানোর সুযোগে অবহেলিত দেশি ক্রিকেটাররা।

দেশি ক্রিকেটারদের সুযোগ দেয়ার সেই পুরনো কথার থোরাই কেয়ার ফ্রাঞ্চাইজি মালিকদের। কোটা না থাকলে হয়ত বিদেশীদের দিয়েই পুরো টিমই সাজাতো কোনো কোনো দল। টিম কম্বিনেশন আর পছন্দের অজুহাতে বাদ পড়ছে পরীক্ষিত দেশি ক্রিকেটাররা। এ তালিকায় এবার আছেন নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, শামসুর রহমান শুভ, জুবায়ের হোসেন লিখনসহ বেশ কয়েকজন।

রংপুর রাইডার্সের ম্যানেজার আনোয়ারুল ইকবাল, 'সেঞ্চুরি করলেই যে সেই প্লেয়ারটা আমি নিবো (এমনটা নয়)। কারণ একটা জিনিস বুঝতে হবে, আমার টিমে কি ছিলো, আমার কি লাগবে। সেটার ওপর নির্ভর করেই কিন্তু আমি পরিকল্পনা করেছি। ধরেন, আমার দরকার বামহাতি স্পিনার। আমার ব্যাটসম্যান আছে তাহলে আমি নাঈম ইসলামকে কেন নিবো। আমার টিমের জন্য তো দরকার নাই।'

তবে আধুনিক টি-টোয়েন্টির সময়ে ম্যাচ জিততে দরকার এক্স ফ্যাক্টর। তাই খেলোয়াড়দের নিয়ে বিশ্লেষণ করে দলগুলো। চেষ্টা করে অন্যদের সঙ্গে পাল্লা দিতে। তাই বড় বড় নামের পেছনেই ছোটে সবাই। ফলে বাদ পড়ে যায় দেশিরা।

এদিকে নাজমুল আবেদিন ফাহিম বলেন, 'বিদেশি খেলোয়াড়ের অংশগ্রহণের একটা ব্যাপার আছে। একটা দল কমে যাওয়াতে কিছু কিছু খেলোয়াড়ের সুযোগ হয়নি। আবার টি-২০ তে যে ধরণের খেলার চাহিদা থাকে সেটা তাদের মাঝে না থাকা সুযোগ না পাওয়ার হয়তো একটা কারণ।'

সব অজুহাত আর যুক্তি বাদ দিয়ে বিপিএলে দেশের ক্রিকেটারদের আরো বেশী সুযোগ দেয়ার দাবি ক্রিকেটপ্রেমীদের।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT