শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
বিপিএলে মোস্তাফিজুর রহমান খেলবেন রাজশাহী কিংসে
প্রকাশ: ০২:০২ pm ১৬-০৯-২০১৭ হালনাগাদ: ০২:০৩ pm ১৬-০৯-২০১৭
 
 
 


বিপিএল পঞ্চম আসরের দলভুক্তির জন্য খেলোয়াড়দের নিলাম চলছে। শনিবার দুপুরে বিপিএলের পঞ্চম আসরের ড্রাফটে মূল আকর্ষণ ছিলেন মুস্তাফিজই।

ড্রাফটের শুরুতে লটারিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রিকেটার বেছে নেওয়ার ক্রম ঠিক করা হয়। লটারিতে প্রথম হয়ে রাজশাহী কিংস ড্রাফটের একমাত্র ‘এ‍’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার মুস্তাফিজকে নেয়।

বিপিএলে মোস্তাফিজুর রহমান খেলবেন রাজশাহী কিংসের হয়ে। শাহরিয়ার নাফিস খেলবেন রংপুর রাইর্ডাসের হয়ে। এবং আল-আমিন খেলবেন  চিটাগংয়ের হয়ে। মেহেদি হাসান মিরাজ কুমিল্লা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।

আগামী ২ নভেম্বর শুরু হবে বিপিএলের পঞ্চম আসর।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT