বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশোধিত গঠনতন্ত্রে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির হস্তক্ষেপ হস্তক্ষেপ করতে পারবে না। শুনানি শেষে রায় পর্যবেক্ষণে বলেছেন আপিল বিভাগ। বুধবার (২৬ জুলাই) আপিল বিভাগ এ রায় দেন। এ ছাড়া মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেলে সেখানে বেশ কিছু নির্দেশনার উল্লেখ থাকবে বলেও জানিয়েছেন আদালত। ২০১৩ সালের ২৭ জানুয়ারি বিসিবির সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এর একদিন পর এই রায় স্থগিত চেয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবি আবেদন করলে, রায় স্থগিত করেন চেম্বার জজ। পরে বিভিন্ন সময়ে এ স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। এর আগে ২০১২ সালের নভেম্বরে গঠনতন্ত্রের সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বিসিবির সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার মোবাশ্বের হোসেন এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি ইউসুফ জামিল বাবু।