বৃষ্টির কারণে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের চতুর্থদিনের শেষ সেশনের খেলা বন্ধ রয়েছে। বৃষ্টির আগে বাংলাদেশ ৩ উইকেটে ৪৯ রান করেছে। এর আগে দক্ষিণ আফ্রিকা ২৪৭ রান করে ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪২৪ রানের। বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তামিম ইকবাল ও মুমিনুল হক। তবে তামিম ও মুমিনুলকে আউট করা প্রোটিয়া পেসার মরনে মরকেল ইনজুরিতে পড়েছেন। তিনি আর এই টেস্টে বল করতে পারবেন না। এর আগে টস হেরে ব্যাট করে ৪৯৬ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে বাংলাদেশ ৩২০ রানে অলআউট হয়।