ভিয়েতনাম থেকে সরকারিভাবে আমদানিকৃত চালের তৃতীয় চালান চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে পৌঁছেছে। শনিবার (২২ জুলাই) সকালে এ চালের চালান এসে পৌঁছায়। এখন চলছে চাল খালাস করনের প্রক্রিয়া । এর আগে সোমবার (১৭ জুলাই) সকালে এম ভি ট্যাক্স নামের একটি জাহাজ আমদানিকৃত দ্বিতীয় চালানে ২৭ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে পৌঁছায়। ১৮ জুলাই আসার কথা থাকলেও একদিন আগেই জাহাজটি আসে। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে ২০ হাজার মেট্রিক টন নিয়ে চালের প্রথম চালান চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে পৌঁছায়। সম্প্রতি চালের মূল্য নিয়ন্ত্রণে আনতে ভিয়েতনামের ভিনাফুড টু কোম্পানি থেকে আড়াই লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।