জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নে সুষ্ঠুভাবে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় গান্না ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৬৪ জন উপকারভোগী কার্ডধারী নারীর মধ্যে এ চাউল বিতরন করা হয়।
মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ উদ্বোধন করেন চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা। সেসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাজ্জাদ আহমেদ,ইউপি সচিব প্রকাশ চন্দ্র বিশ্বাস, মেম্বর শাহাবুদ্দিন সাবু, হাকিম মেম্বর, সদস্য ডলি খাতুন, জান্নাতুল ফেরদৌস বিউটি, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন,লিটন হোসেন ,ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের নাসরিন সুলতানা শিল্পী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা জানান, ইউনিয়নের ২৭ টি গ্রামের ১’শ ৬৪ জন উপকার ভোগীদের মাঝে ২ মাসের প্রত্যেকের মাঝে ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সার্বিক ভাবে সহযোগিতা করেন এইড ফাউন্ডেশনের ভিজিডি প্রকল্পের ময়না খাতুন।