শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
ইমরান খান তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন
প্রকাশ: ০২:৫৩ pm ১৯-০২-২০১৮ হালনাগাদ: ০২:৫৪ pm ১৯-০২-২০১৮
 
 
 


ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সেই ধর্মীয় গুরু বুশরা ওয়াত্তুর সাথে। রোববার লাহোরে নিজের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই বিয়ে সম্পন্ন হয়। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআইয়ের এক মুখপাত্র দলের চেয়ারম্যানের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় এক পীর পরিবারের মেয়ে বুশরার আগে বিয়ে হয়েছিল কাউসার ফরিদ মানেকার সাথে। তিনি একজন সরকারি কর্মকর্তা। তখন তার নাম ছিল বুশরা মানেকা। আর এখন নাম বুশরা ওয়াত্তু (বংশীয়)। এ ছাড়া স্থানীয়ভাবে তিনি পিংকী নামেও পরিচিত। খবরে বলা হয়েছে, পিটিআইয়ের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুফতি মোহাম্মাদ সাঈদ বিয়ে পড়িয়েছেন। এর আগে গত ৩ জানুয়ারি পাক গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, ইমরান খান তার ধর্মীয় পরামর্শক বুশরাকে বিয়ে করেছেন। এরপর ৭ জানুয়ারি খান নিরবতা ভেঙে বলেন, তিনি শুধু বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন এবং জবাবের জন্য অপেক্ষা করছেন।   তবে কিছু কিছু গণমাধ্যম বলছে, খান আসলে জানুয়ারির প্রথম সপ্তাহেই বিয়ে করেছেন। কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে জানাচ্ছেন। ব্রিটিশ ধনকুবের পরিবারের মেয়ে জেমিমা গোল্ডস্মিথকে ১৯৯৫ সালে প্রথম বিয়ে করেন পাক ক্রিকেটের সাবেক অধিনায়ক ইমরান খান। ২০০৪ সালে তাদের ছাড়াছাড়ি হয়। এ পক্ষের দুই ছেলে রয়েছে। এরপর ২০১৫ সালে সাংবাদিক রেহাম খানকে বিয়ে করেন তিনি। কিন্তু মাত্র ১০ মাসের মাথায় সে বিয়েও ভেঙে যায়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT