বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
মন্ট্রিলে ‘বাংলাদেশ ভবন’ স্থাপনের উদ্যোগ
প্রকাশ: ০৪:১৭ pm ১২-০১-২০১৭ হালনাগাদ: ০৪:১৮ pm ১২-০১-২০১৭
 
 
 


কানাডার টরন্টোতে বাংলাদেশ সেন্টারের মতো এবার মন্ট্রিয়লেও অনুরূপ বাংলাদেশ ভবন প্রতিষ্ঠার প্রস্তুতি চলছে। গত ৮ জানুয়ারি পার্ক এক্সটেনশনে (পুরাতন ইমিগ্রেশন ভবন) অডিটোরিয়ামে এই বিষয়ে মতবিনিময় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা বাংলাদেশ সেন্টার মন্ট্রিয়লের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ভবন’ সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং প্রস্তুতি কর্ম সম্পাদনে ২১ সদস্যের একটি স্বল্পমেয়াদী কার্যক্রম সমন্বয়কারী গঠন করা।

সভায় বাংলাদেশ ভবন প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্যসহ নানা কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে বলা হয়, আজ থেকে ১৫ বছর আগে বাংলাদেশি মন্ট্রিলবাসী একটি বাংলাদেশ কমিউনিটি সেন্টার নির্মাণে যে প্রক্রিয়া শুরু করেছিল তা সমাপ্ত করতে সবাই নিরলসভাবে কাজ করে যাবে।

যৌথভাবে সভা পরিচালনা করেন সমন্বয়কারী মনির হোসেন ও মিন্টু হাওলাদার। সভায় বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিক ছাড়াও বাংলাদেশ কমিউনিটির ব্যবসায়ী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপদেষ্টা, সমাজকর্মী, কর্মকর্তাবৃন্দ ও  সদস্যবৃন্দসহ উপস্থিত ছিলেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT