শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
মার্চে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ
প্রকাশ: ১১:১০ am ১৮-১১-২০১৭ হালনাগাদ: ১১:১৪ am ১৮-১১-২০১৭
 
 
 


২০১৮ সালের মার্চে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ । শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় এ খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে । শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এই সিরিজের আয়োজন করছে লঙ্কান ক্রিকেট বোর্ড । ‘নিদাস’ ট্রফি নামে ত্রিদেশী সিরিজটি হবে ৮ থেকে ২০ মার্চ । শনিবার (১৮ নভেম্বর) সকালে এ খবর নিশ্চিত করেন লঙ্কান ক্রিকেট বোর্ড ।

তিন জাতীর এই সিরিজে প্রথম রাউন্ডে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে । অর্থাৎ প্রতিটি দল প্রথম ধাপে খেলবে চারটি করে ম্যাচ । মোট ম্যাচ ছয়টি । শীর্ষ দুই দল যাবে ফাইনালে । লঙ্কান ক্রিকেট বোর্ড সভাপতি সুমাথিপালা জনিয়েছেন, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ও ভারত দুই দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে । 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT