শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
মাশরাফির ব্যাটিং নৈপূণ্যে আবারও রংপুরের জয়
প্রকাশ: ০৫:০৬ pm ২৮-১১-২০১৭ হালনাগাদ: ০৫:১৩ pm ২৮-১১-২০১৭
 
 
 


বিপিএলের ৩১তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ১টায় মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স। টস জিতে রংপুরের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করেছে সিলেট সিক্সার্স। ফলে এ ম্যাচে জয় পেতে হলে রংপুর রাইডার্সকে করতে হবে ১৭৪ রান। জয়ের জন্য খেলতে নেমে শেষ মুহুর্তে দলীয় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ২০ ওভারে শেষ হওয়ার ২ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছায় রংপুর রাইডার্স। তাদের সংগ্রহ দাঁড়ায় ১৭৭/৬। ফলে ৪ উইকেটে জয় পায় মাশরাফির দল। সিলেট ব্যাটিং: আন্দ্রে ফ্লেচার ২৬, কাজী নুরুল হাসান সোহান ৫, নাসির হোসেন ৪, বাবর আজম ৫৪, সাব্বির রহমান ৪৪, টিম ব্রেসনান ১৬* ও রস উয়াইটলি ১৭*। রংপুর বোলিং: নাজমুল্ ইসলাম ৪-০-১৮-৩, মাশরাফি বিন মুর্তজা ৪-০-৩৯-১, রুবেল হোসেন ৪-০-২৬-০, সামিউল্লাহ সেনেয়ারি ৪-০-২৮-০, লাসিথ মালিঙ্গা ৪-০-৪৫-০, রবি বোপারা ২-০-১৫-০। দুই দল এ নিয়ে দ্বিতীয়বারের মতো এবারের বিপিএলে মুখোমুখি হচ্ছে। প্রথম ম্যাচে জয় পেয়েছিল রংপুর রাইডার্স। আজ নাসিরের সিলেট সিক্সার্স রংপুরকে হারাতে পারে কিনা সেটাই দেখার।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT