শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ১৭ই কার্তিক ১৪৩১
Smoking
 
মিয়ানমারে গণহত্যা বন্ধে জেনেভায় আয়েবার কর্মসূচি
প্রকাশ: ০৫:০৪ pm ২০-০৯-২০১৭ হালনাগাদ: ০৫:০৬ pm ২০-০৯-২০১৭
 
 
 


মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবতাবিরোধী অপরাধ বন্ধের লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় দিনভর কর্মসূচি পালন করেছে ইউরোপের ৩০টি দেশের বাংলাদেশিদের প্রধান কমিউনিটি সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)। গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘ আঞ্চলিক সদর দফতরের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা এরিভান সান্তিয়াগো ফ্রাংকা ফিলহো’র সাথে মহাসচিব কাজী এনায়েত উল্লাহর নেতৃত্বে আনুষ্ঠানিক বৈঠক করেন আয়েবা নেতৃবৃন্দ। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের হিউম্যান রাইটস অফিস কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা আয়েবা নেতৃবৃন্দদের অবহিত করেন সিভিল সোসাইটি ইউনিটের এই কর্মকর্তা। বৈঠকে মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান সম্বলিত একটি বিশেষ স্মারকলিপি জাতিসংঘ কর্মকর্তার হাতে তুলে দেয়া হয় আয়েবার তরফ থেকে। জেনেভায় জাতিসংঘ আঞ্চলিক সদর দফতরের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং বাংলাদেশ মিশন প্রধান রাষ্ট্রদূত এম শামীম আহসানের সাথেও আনুষ্ঠানিক বৈঠকে করেন আয়েবা নেতৃবৃন্দ। মহাসচিবের নেতৃত্বে আয়েবা প্রতিনিধিদলে আরও ছিলেন সহ-সভাপতি ফকরুল আকম সেলিম, পাবলিক রিলেশান অ্যাফেয়ার্স সেক্রেটারি কামাল মিয়া, এক্সিকিউটিভ মেম্বার রহমান খলিলুর, ইমরান খান মুরাদ, হাসান মাহমুদ ও মাঈনুল ইসলাম নাসিমসহ জেনেভার দুই কমিউনিটি ব্যক্তিত্ব আমজাদ চৌধুরী ও নজরুল জমাদার। বিকেলে জাতিসংঘ আঞ্চলিক সদর দফতরের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ব্রাসেলসের ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) সদর দফতরসহ ইউরোপের সকল দেশের পার্লামেন্ট হাউজের সামনে একই প্রতিবাদ কর্মসূচির ডাক দিতে বিভিন্ন দেশের বাংলাদেশ কমিউনিটির প্রতি আহবান জানান।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT