মিয়ানমার রোহিঙ্গাদের ওপর যেটি করছে, সেটি গণহত্যার শামিল । তাই গণহত্যা চালানোর দায়ে মিয়ানমার সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত । এসব কথা বলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক । রোববার (১০ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৯টায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন । তিনি বলেন, নির্যাতন থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা সমস্যার মূল সমাধান নয় । পরিস্থিতি শান্ত হলে তাদের পুনরায় নিজ দেশে ফিরে যেতে হবে । বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিকভাবে মিয়ানমারকে চাপ দেয়ার আহ্বান জানান তিনি ।