সাতক্ষীরার ১১ বছরের কিশোরী মুক্তামনির মুক্তামনির রক্তনালীতে টিউমার ধরা পড়েছে। মঙ্গলবার (০৮ আগস্ট) সকালে বায়োপসি রিপোর্ট পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের এ কথা জানান। এসময় তিনি বলেন, দুপুরে চিকিৎসাকদের বোর্ড মিটিং হয়েছে। মিটিংয়ে ফের শনিবার মুক্তামনির অপারেশন করার সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ৫ আগস্ট ১৩ সদস্যের চিকিৎসক মুক্তামনির বায়োপসি সম্পন্ন করে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার কিশোরী মুক্তামনিকে সিঙ্গাপুর নেওয়ার কথা ছিল । সে মোতাবেক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। এবং মুক্তামণির টেস্ট রিপোর্ট ও ভিডিও পাঠান। এরপর সব দেখে সিঙ্গাপুর হাসপাতাল কর্তৃপক্ষ জানান, 'লিমফেটিক ম্যালফরমেশন' এ আক্রান্ত ছোট্ট মুক্তামণির রোগ আরোগ্যযোগ্য ও অস্ত্রোপচারের যোগ্য নয়। মুক্তামণিকে ভিডিওতে দেখে এবং তার বিভিন্ন টেস্টের প্রতিবেদন দেখে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এক ই-মেইলে এ খবর জানান। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারার দেশে অপারেশন করার সিদ্ধান্ত নেন। সে মোতাবেক সকালে অপারেশন করার আগে বায়োপসি করানো হয় । ১১ জুলাই বিরল রোগে আক্রান্ত হয়ে মুক্তামনিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে সে ৬০৮ নম্বর বেডে চিকিৎসাধীন।