শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
মোহাম্মদ শহীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে বিসিবিতে তার স্ত্রী ফারজানা
প্রকাশ: ০৩:২৮ pm ০৯-০৭-২০১৭ হালনাগাদ: ০৩:৩০ pm ০৯-০৭-২০১৭
 
 
 


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ শহীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এসেছেন তার স্ত্রী ফারজানা আক্তার। রোববার (০৯ জুলাই) সকালে মুন্সীগঞ্জের বাড়ি থেকে দুই সন্তান আরাফ ও আরহীকে সঙ্গে নিয়ে নিয়ে মিরপুরের বিসিবির কার্যালয়ে আসেন তিনি। শহীদের স্ত্রী ফারজানা আক্তার সাংবাদিকদের বলেন, সন্তানদের দিকে তাকিয়ে আমি স্বামীর সংসার করতে চাই। বি‌সি‌বির মাধ্যমে একটা সমাধান চা‌চ্ছি। সমাধান না হলে আইনি পদক্ষেপ নেব। ২০১১ সালের ২৪ জুন শহীদের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় জানিয়ে ফারজানা বলেন, বিয়ের প্রথম তিনটি বছর তাদের বেশ ভালো যায়।  জাতীয় দলে খেলার পর থেকেই ও (শহীদ) পাল্টে যায়। শহীদ অবশ্য আগে থেকেই তার স্ত্রীর সকল অভিযোগ অস্বীকার করে আসছেন। ফারজানা বিসিবিতে অভিযোগ জানানোর পর তাৎক্ষণিক শহীদের বক্তব্য পাওয়া যায়নি। শহীদ বাংলাদেশ জাতীয় দলের হয়ে পাঁচটি টেস্ট ও একটি টি-টুয়েন্টি খেলেছেন। গত নভেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেন শহীদ। ইনজুরিতে পড়ায় এরপর তার মাঠে ফেরা হয়নি। হাঁটুতে অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন ২৮ বছর বয়সী এ ক্রিকেটার।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT