শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
রামপুরায় দুই শিশু গুলিবিদ্ধ
প্রকাশ: ০৯:১৮ am ১০-০৩-২০১৮ হালনাগাদ: ০৯:২৬ am ১০-০৩-২০১৮
 
 
 


রাজধানীর রামপুরায় দুই শিশু গুলিবিদ্ধ হয়েছে। তারা হলো মো. সোহেল (১২) ও ময়মনসিংহ গৌরিপুরের চান মিয়ার ছেলে শিশু মালেক (৭)। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার বাগিচার টেক এলাকায় এ ঘটনা ঘটে। দুজনেরই পায়ে গুলি লাগে।

আহত সোহেল জানায়, সে মালিবাগে একটি কারখানায় কাজ করে। সন্ধ্যায় মালিবাগ থেকে রামপুরা বাগিচার টেকের বাসায় ফেরার পথে হঠাৎ গুলির শুব্দ শোনে। এসময় দৌড়ে পালাতে গেলে এক নম্বর গেটের সামনে হঠাৎ করে পায়ে গুলি লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সূত্রে জানা যায়, দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর তারা পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলটি রমনা এলাকায়।

এ বিষয়ে রমনা থানার সূত্রে আরোও জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT