জঙ্গিবাদীদের হুমকিসহ নিরাপত্তা হুমকির মধ্যেই ব্রাজিলের সাবেক সুপারস্টার রোনালদিনহো এবার পাকিস্তানে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছেন। ক্রিকেট পাগল জাতিকে ফুটবলের প্রতি আকৃষ্ট করতে শুধু রোনালদিনহোই নন, সেই দুটি ম্যাচে কার্লোসসহ থাকছেন ফুটবলের আরও ৮ সুপারস্টার। পাকিস্তান ফুটবল ফেডারেশনের আয়োজনে আগামী শনিবার করাচিতে এবং রোববার লাহোরে অনুষ্ঠিত হবে এই দুটি প্রদশর্নী ম্যাচ। ফুটবল থেকে অবসর নেয়া সাবেক বার্সেলোনা তারকা ৩৭ বছর বয়সী রোনালদিনহো নেতৃত্ব দেবেন 'রোনালদিনহো এন্ড ফ্রেন্ডস' গ্রুপের। ম্যাচে অংশগ্রহণ করতে যাওয়া সাবেক তারকা খেলোয়াড়দের মধ্যে থাকছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রেয়ান গিগস, ব্রাজিলীয় তারকা রবার্তো কার্লোস, সাবেক ইংলিশ গোল রক্ষক ডেভিড জেমস, ডাচ তারকা জর্জ বোয়ার্তে, সাবেক ফরাসি তারকা রবার্ট পিরেজ ও নিকোলাস আনেলকা ও পুর্তগিজ তারকা লুইস বোয়া মোর্তে। এ প্রসঙ্গে দুইবারের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব পাওয়া রোনালদিনহো এক বিবৃতিতে বলেন, পাকিস্তানের মাটিতে খেলার জন্য আমি অধির অপেক্ষায় আছি। পাকিস্তানের তরুণ খেলোয়াড়দের ফুটবলে আকৃষ্ট করার এটি সূবর্ণ সুযোগ। আশা করি আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।