লন্ডনের রাস্তায় সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র করেছিলো তিন নারী। শুক্রবার (১১ আগস্ট) সে মামলা চলছিল আদালতে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আটককৃত তিন নারী জেল থেকে হাজিরা দেয় লন্ডনের ওল্ড বেইলি আদালতে। আদালত পরবর্তী শুনানির দিন ঠিক করেছে ২৩ অক্টোবর। ওই তিন নারী এখন ব্রোনজফিল্ডের কারাগারে। পুলিশ জানিয়েছে, শুধু মেয়েরা মিলে হামলার ষড়যন্ত্র করেছে, অতীতে এমন ঘটনা লন্ডনে ঘটেনি। আটকদের মধ্যে দু’জন মা-মেয়ে। ৪৩ বছরের মিনা ডিচ এবং তার মেয়ে রিজলাইন বোলার (২১)। অপর আরেক জন খাওলা বারঘোতির বয়স ২০। এপ্রিল মাসে লন্ডনের উইলস্ডেন এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে রিজলাইন এবং খাওলাকে গ্রেফতার করে পুলিশ। একই দিনে কেন্ট থেকে ধরা পড়ে মিনা। পুলিশ জেনেছে, ত্রাস ছড়াতে কয়েক দিনের মধ্যেই তারা ছুরি নিয়ে ওয়েস্টমিনস্টারে হামলার ষড়যন্ত্র করেছিলো। তাদের কাছ থেকে সন্দেহজনক নথি উদ্ধার করেছে পুলিশ। এই তিন নারী কোনো জঙ্গি দলের সঙ্গে সম্পৃক্ত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্র: দ্যা ইন্ডিপেনডেন্ট