শেষ ম্যাচটাতেও পারলনা বাংলাদেশ। বাজে বোলিংয়ের পর বাজে ব্যাটিংই ডুবিয়েছে মাহমুদউল্লাহদের। শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের সবচেয়ে বড় জয় এটিই। ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে তারা ২-০তে। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে শ্রীলঙ্কা তুলেছিল ২১০ রান। বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের দুইশ রান এই প্রথম। শুরু থেকেই ধুঁকতে থাকা বাংলাদেশ করতে পেরেছে ১৩৫। সিরিজটি ড্র করার লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই হতাশ করেছে টাইগাররা। ২১১ রান চেজ করতে গিয়ে শেষ পর্যন্ত ১৩৫ রান তুলতে অলআউট মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি। ৭৫ রানের ব্যবধানে জিতে ট্রফি নিজেদের করে নিয়েছে শ্রীলংকা। ঘরের মাঠে টাইগারদের এমন বাজে পারফরম্যান্সের পর আগামী মাসে শ্রীলংকা সফরে তারা যে কতোটা সফল হবেন তা সময়ই বলে দেবে।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলংকা: ২০ ওভারে ২১০/৪ রান (মেন্ডিস ৭০, গুনাথিলাকা ৪২)।
বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১৩৫/১০ রান (রিয়াদ ৪২, তামিম ২৯) ।
ফল: শ্রীলংকা ৭৫ রানে জয়ী।
সিরিজ: শ্রীলংকা ২-০তে জয়ী।