সন্ত্রাসবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্র এবং কাতার একটি চুক্তি স্বাক্ষর করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মঙ্গলবার (১১ জুলাই) দোহা সফরের সময় এ চুক্তি স্বাক্ষরিত হয়। রাজধানী দোহায় মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয়। সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে কাতারের ওপর সৌদি আরবসহ কয়েকটি প্রতিবেশী দেশ অবরোধ আরোপ করে। তবে চুক্তি স্বাক্ষরের সময় শেখ মোহাম্মদ বলেন, "আমাদের চলমান সংকট এবং অবরোধ আরোপের সঙ্গে সম্পর্কিত নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরকারী প্রথম দেশ কাতার। যেসব দেশ কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে তাদেরও আমরা এ ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষরের আহ্বান জানাই।" এদিকে চুক্তি স্বাক্ষরের জন্য টিলারসন কাতারকে ধন্যবাদ জানিয়ে বলেছে, তারা সন্ত্রাসীদের চিহ্ণিত করতে সর্বোচ্চ সহায়তা করবে এবং সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করবে। তিনি আরো বলেন, "যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য হচ্ছে পৃথিবী থেকে সন্ত্রাসবাদ মুছে ফেলা। এ লক্ষ্যে আমরা একত্রে কাজ করব তথ্য বিনিময়ের মাধ্যমে। মধ্যপ্রাচ্য এবং আমাদের মাতৃভূমিকে নিরাপদ করতে আমরা লড়াই চালিয়ে যাব।" কাতার সংকট সমাধানের পথ খুঁজে বের করতে গত সোমবার (১০ জুলাই) চারদিনের মধ্যপ্রাচ্য সফরে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বুধবার (১২ জুলাই) জেদ্দায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সূত্র: আল-জাজিরা