ওজন বেড়ে যাওয়া নিয়ে আমাদের চিন্তার শেষ নেই। আর এর জন্য ডায়েট মেইনটেইন থেকে শুরু করে হেন কাজ নেই যে করে না মানুষ। কিন্তু কতই বা কমানে সম্ভব, বড়জোড় ৩০ বা ৪০ কিলোগ্রাম। কিন্তু মার্কিন এই নারী পাক্কা ২৩৬ কিলোগ্রাম ওজন কমিয়ে সবাইকে সত্যি অবাক করে দিয়েছেন।
আট ফুট দূরত্ব পর্যন্ত এক টানা হাঁটতে পারতেন না ২৪ বছরের মার্কিন ক্রিশ্চিনা ফিলিপস। এই বয়সে তার ওজন ছিল ৩২১ কিলোগ্রাম। তিনি ভেবেছিলেন হয়তো বাঁচবেন না। সব কাজের উৎসাহ শেষ হয়ে গিয়েছিল ওজন বাড়তে বাড়তে।
তবে জীবনের কাছে হার মানেননি তিনি, উঠে দাঁড়িয়েছেন নতুন উদ্যোমে। ওজন কমানোর জন্য তিনি প্রাণপণ চেষ্টা করে গেছেন। শেষ পর্যন্ত তিনি সফলও হয়েছেন। অস্ত্রোপচার, ডায়েট এবং শরীরচর্চার মাধ্যমে ওজন কমিয়েছেন তিনি। ক্রিশ্চিনার ওজন এখন ৮৫ কিলোগ্রাম।