শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জনদস্যু ৩ সদস্য নিহত
প্রকাশ: ১১:৪১ am ১১-০১-২০১৮ হালনাগাদ: ০১:৫৫ pm ১১-০১-২০১৮
 
 
 


সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুখপাড়া চল এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জনদস্যু সুমন বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। র‌্যাব-৮ এর অপারেশন কর্মকর্তা মেজর সোহেল এ খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের বলেশ্বর নদীরসুখপাড়া চর এলাকায় এ ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন । তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।  মেজর সোহেল বলেন, সুমন বাহিনীর সদস্যরা সুখপাড়ারচর এলাকায় অবস্থান করছে এমন গোপন খবর পেয়ে সকালে ওই এলাকায় অভিযান চালানো হয়। তারা র‌্যাককে লক্ষ করে গুলিবর্ষণ শুরু করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়।  তিনি বলেন, ৪০ মিনিট গোলাগুলির পর দস্যুরা পিছু হটে বনের গহিনে চলে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। ঘটনাস্থল থেকে একনলা দুটি বন্দুক, একটি কাটা রাইফেল, একটি পাইপগান ও ৩৯টি গুলি উদ্ধার করা হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT