স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র সঙ্গে বৈঠক শেষ হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হয়ে ১১টার দিকে শেষ হয়।
বৈঠকে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নেওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এর আগে মঙ্গলবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে উভয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন। এতে মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লে. কর্নেল চ সুয়ি এবং পুলিশ প্রধান উপস্থিত ছিলেন।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বিবিসি বাংলার সঙ্গে বলেছেন, গত দু’মাসে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মায়ানমার রাজি হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে দুই দেশের সমান সংখ্যক প্রতিনিধি নিয়ে খুব শীঘ্রই একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করা হবে। নভেম্বরের ৩০ তারিখের মধ্যে এই যৌথ কমিটি গঠনের প্রস্তাব করেছেন তিনি।