রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
সোহেলকে ভারতের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেননি-ডিএমপি
প্রকাশ: ০২:০২ pm ১৯-০৭-২০১৭ হালনাগাদ: ০২:০৪ pm ১৯-০৭-২০১৭
 
 
 


রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি ও রেস্তোরায় হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে গ্রেফতার হওয়া সোহেল মাহফুজ ওরফে হাত কাটা সোহেলকে ভারতের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেননি। এ কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। বুধবার (১৯ জুলাই) সকালে ডিএমপি কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বিষয়টি জানান। ডিএমপি কমিশনার বলেন, ভারতীয় গোয়েন্দারা সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদ করেননি। বাংলাদেশের গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে তার হলি আর্টিজান হামলায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ মামলার অভিযোগপত্র শিগগিরই দেওয়া হবে। কলকাতা পুলিশের স্পেশাল টাক্সফোর্স (এসটিএফ) ও ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনআইএ) কর্মকর্তারা সোহেল মাহফুজকে বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে কথা ছিলো। প্রসঙ্গত, গত ৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার হওয়া সোহেল মাহফুজ ওরফে নসরুল্লাহকে নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরকের জোগানদাতা দাবি করছে পুলিশ। ভারতের খাগড়াগড়ে বিস্ফোরণ মামলারও আসামি এ জঙ্গি নেতা। তাকে ধরিয়ে দিতে ভারতীয় পুলিশ ২০১৪ সালে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিলো।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT