ওয়ালটন বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার হুইলচেয়ার ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।
শুক্রবার বিকেলে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে ভারতকে। এর আগে সকালে প্রথম ম্যাচে ৪৪ রানে জয় পায় ভারত। তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতা। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ শনিবার সকালে অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান সংগ্রহ করে। দলের হয়ে ১৮৮ রানের ঝড়ো ইনিংস খেলেন সৌরভ। ৬০ বলে ১৪ চার ও ২২ ছক্কায় ১৮৮ রানের ইনিংসটি সাজান সৌরভ। এছাড়া পেটরিক্স ৩২, রামেশ ২৮, আতুল এবং মাজয়াদেন ২৪ করে রান করেন।
বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪টি উইকেট নেন উজ্জ্বল। এছাড়া ২টি উইকেট নেন নাহিয়ান।
৩৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে বাংলাদেশ ১৬৭ রান তুলে নেয়। দুই ব্যাটসম্যান মিঠু ও উজ্জ্বল হাফ-সেঞ্চুরির স্বাদ পান। ২৫ রানের ব্যবধানে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে। তবে দলকে চাপমুক্ত করেন মোর্শেদ ও মহিদুল। চতুর্থ উইকেটে ১৬১ রানের জুটি গড়ে পাঁচ বল আগে দলকে জয়ের স্বাদ দেন দুজন। ১১ চার ও ১১ ছক্কায় ২৮ বলে ১১০ রান করেন মোর্শেদ। মহিদুলের ব্যাট থেকে আসে ৫৮ রান।
বাংলাদেশ জিতলেও অসাধারণ ব্যাটিংয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ভারতের সৌরভ।