শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
২১তম রেড ক্রিসেন্ট লটারির ‘ড্র’ অনুষ্ঠিত
প্রকাশ: ১১:০৮ am ০৭-০১-২০১৮ হালনাগাদ: ১১:১৬ am ০৭-০১-২০১৮
 
 
 


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২১তম রেড ক্রিসেন্ট লটারির ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই ড্র হয়।

সর্বসাধারণের উপস্থিতিতে মোট ৫০ (পঞ্চাশ) লাখ টাকার মোট ১২৫টি পুরস্কার ড্র-এর মাধ্যমে ঘোষিত হয়। ঘোষিত পুরস্কারের বিবরণ নিম্নরূপ :

১ম পুরস্কার   ঘ-৯৩৯৫৩২     - ৩৫ লক্ষ টাকা

২য় পুরস্কার   গ-৮৭০৩৪৬ - ৫ লক্ষ টাকা

৩য় পুরস্কার   ঘ-৩৯৮৩৮৫ - ২ লক্ষ টাকা

৪র্থ পুরস্কার   খ-৩২২১৩০ - ১ লক্ষ টাকা

৪র্থ পুরস্কার   ঙ -৫৯৭৫৯৭ - ১ লক্ষ টাকা

৫ম পুরস্কার   ঙ-৫১১০৩৭ - ৫০ হাজার টাকা

৫ম পুরস্কার   খ-১৯২০৯৮ - ৫০ হাজার টাকা

৬ষ্ঠ পুরস্কার   গ-১১৭৫৬৩ - ২৫ হাজার টাকা

৬ষ্ঠ পুরস্কার   ঘ-৮২৩৬৪৩ - ২৫ হাজার টাকা

৬ষ্ঠ পুরস্কার   ঙ-৭৮৫৫৬০ - ২৫ হাজার টাকা

৬ষ্ঠ পুরস্কার   গ-১৩৮৯৫৯ - ২৫ হাজার টাকা

৭ম পুরস্কার   গ-৪৬৬৬০৩ - ১০ হাজার টাকা

৭ম পুরস্কার   খ-৭৮৬৬৮২ - ১০ হাজার টাকা

৭ম পুরস্কার   খ-৯৭৯৭৮৭ - ১০ হাজার টাকা

৭ম পুরস্কার   ঙ -৮৫২৯৬০ - ১০ হাজার টাকা

৭ম পুরস্কার   গ-৮৭৫৮৯৭ - ১০ হাজার টাকা

৭ম পুরস্কার   ক-৪৫৭৮৯৮ - ১০ হাজার টাকা

৮ম পুরস্কার   ঘ-৭৬০০১৪ - ৫ হাজার টাকা

৮ম পুরস্কার   গ-৭৯৩০৩২ - ৫ হাজার টাকা

৮ম পুরস্কার   খ-৬৬৯৬০৮ - ৫ হাজার টাকা

৮ম পুরস্কার   ঘ-৮৫০৮৩২ - ৫ হাজার টাকা

৮ম পুরস্কার   ঘ-৬৩৩৬৬৩ - ৫ হাজার টাকা

৮ম পুরস্কার   ঙ -৯৭৬৫৭২ - ৫ হাজার টাকা

৮ম পুরস্কার   ক -৭৪১৮৩০ - ৫ হাজার টাকা

৮ম পুরস্কার   ক -৪৮৭৪৮৫ - ৫ হাজার টাকা

৯ম পুরস্কার, প্রতিটি তিন হাজার টাকা মাত্র, ২০টি (এই নম্বরগুলো- ক, খ, গ, ঘ, ঙ সব সিরিজের জন্য প্রযোজ্য)

২৪২৫৭৭, ৩১২৯৭৯, ৫৮৬০৩৬, ৭৬৮১২১, ৪১৪৯২১, ১১৪১৩৯, ৮৭৪৫৭৮, ৯৮৮৩৬১, ২১০২৯০, ৫৪৯৭৪৬, ১০৩৩৩৭, ২০৫৯৮০, ৩৩৫৭০৩, ৭৬২০৯৪, ৫৫৩৮৫৭, ৪০৭৮৬৩, ৫৮২৭৫১, ৯১৬২৪৯,৬৬৬৭২৮, ১২৪৪৪০

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ বিভাগের সহকারী পরিচালক খ. এনায়েতুল্লাহ একরাম পলাশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ফলাফল জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, লটারির ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য লুৎফর রহমান চৌধুরী হেলাল, অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, রেহানা আশিকুর রহমান, রইসুল আলম ময়না, সংসদ সদস্য এ. কে. এম. এ. আউয়াল এবং আলহাজ মোজাম্মেল হোসেন টুকু, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মাছুম পাটোয়ারি, অর্থ বিভাগের যুগ্ম-সচিব (প্রশাসন) ড. মো. নজরুল ইসলাম, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব (স্ট্যাম্প)মো. আবদুল গফুর।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব  বি.এম.এম মোজহারুল হক।

আলোচনা অনুষ্ঠান শেষে ড্র-এর কার্যক্রম শুরু হয়। ‘ড্র’ অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক মাহমুদুল হাসান, বাংলাদেশ ব্যাংকের প্রাইজ বন্ড শাখার উপ-ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম ও উপ-ব্যবস্থাপক মো. রেফায়েত উল্লাহ।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গঠিত বিচারকমণ্ডলীর  উপস্থিতিতে ও বাংলাদেশ ব্যাংকের বিশেষ দলের সার্বিক সহযোগিতায় ড্র অনুষ্ঠানটি পরিচালিত হয়। ড্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মনির হোসেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT