ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতা কর্মী প্রয়াত মেয়র আনিসুল হকের সম্মানে আজ একঘন্টা বেশী কাজ করেছেন। সাধারনত তাঁরা ভোর সাড়ে ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত কাজ করেন। তবে প্রয়াত মেয়রের প্রতি তাদের কমিট্মেন্ট ও ভালবাসার প্রকাশস্বরূপ আজ বেলা ১২ টা পর্যন্ত কাজ করেছেন। তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে আনিসুল হকের মৃত্যু ঘটে বলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।