শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন জেমস এন্ডারসন
প্রকাশ: ০২:৫৭ pm ০৯-০৯-২০১৭ হালনাগাদ: ০২:৫৯ pm ০৯-০৯-২০১৭
 
 
 


টেস্টে ক্রিকেটে ইতিহাসের ষষ্ট এবং প্রথম ইংলিশ বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন জেমস এন্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন ক্রেইগ ব্রেথওয়েটকে (৪) বোল্ড করে তিনি এই রেকর্ড গড়েন। মাইলফলকে পৌছাতে এই ম্যাচের আগে তার তিন উইকেট দরকার ছিল। প্রথম ইনিংসে দুটি উইকেট পাওয়ায় তার অপেক্ষা বাড়ে। দ্বিতীয় ইনিংসের শুরুতেই সেই অপেক্ষার অবসান ঘটান তিনি। টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট পাওয়া আগের পাঁচ বোলারের মধ্যে তিনজন স্পিনার ও দুজন পেসার রয়েছেন। ৮০০ উইকেট নিয়ে সবার উপরে শ্রীলঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালিধরন। ৭০৮ উইকেট নিয়ে দুই নম্বরে আছেন ক্রিকেটের বর্ণময় চরিত্র অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন। আর তিনে আছেন ৬১৯ ইউকেট নিয়ে ভারতীয় স্পিনার অনিল কুম্বলে। চারে থাকা অজি পেসার গ্লেন ম্যাকগ্রার উইকেট সংখ্যা ৫৬৩ এবং বর্তমানে বাংলাদেশের বোলিং কোচ ও সাবেক ওয়েস্ট ইন্ডিজ পেসার কোর্টনি ওয়ালসের উইকেট ৫১৯টি।

সূত্র:বিবিসি

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT