শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
৭ উইকেটের বড় ব্যবধানে হারলো রাজশাহী কিংস
প্রকাশ: ০৯:৩৮ am ১৮-১১-২০১৭ হালনাগাদ: ০৯:৪৪ am ১৮-১১-২০১৭
 
 
 


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের ১৭তম ম্যাচে সিলেটকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রাজশাহী কিংস। 

সিলেটের বেঁধে দেয়া ১৪৭ রানের জবাবে খেলতে নেমে ৭ উইকেট ও ১৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে রাজশাহী কিংস। দলের পক্ষে জাকির হাসান ৫১*, মমিনুল হক ৪২ ও মুশফিক ২৫* রান করেন। এর আগে শুক্রবার (১৭ নভেম্বর) টস জিতে সিলেট সিক্সার্সকে প্রথমে ব্যাটিং-এর আমন্ত্রণ জানায় রাজশাহী কিংস। 

ব্যাটিং-এ নেমে শুরুটা বেশ বাজে হয় নাসিরদের। শেষ দিকে সাব্বির-ব্রেসনান মিলে দলকে এনে দেন লড়াকু সংগ্রহ।  

শেষ পর্যস্ত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৪৬ রান করে সিলেট। সিলেটের পক্ষে সাব্বির রহমান ২৬ বলে ৪১, শ্রীলংকার দানুষ্কা গুনাথিলাকা ৪০ ও ইংল্যান্ডের টিম ব্রেসনান ১৭ বলে অপরাজিত ২৯ রান করেন।  রাজশাহীর হয়ে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় কেসরিক উইলিয়ামস ৩২ রানে ২ উইকেট নেন। ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন মোহাম্মদ সামি, মেহেদী মিরাজ, জেমস ফ্রাঙ্কলিন এবং সামিট প্যাটেল। উল্লেখ্য, দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে খুলনা টাইটান্স ও ঢাকা ডাইনামাইটস।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT