অবৈধ বোলিং অ্যাকশনের কারণে ফের নিষিদ্ধ হলেন পাকিস্তানের স্পিনার মোহাম্মদ হাফিজ। ২০১৪ সালের নভেম্বরের পর এই নিয়ে ততৃয়ীবারের মতো নিষিদ্ধ হলেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। সর্বশেষ তার বোলিং অ্যাকশন প্রশ্নের সম্মুখীন হয়েছিল গত মাসে আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে। গত ১ নভেম্বর আইসিসি স্বীকৃতি ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তিনি। সেই পরীক্ষায় দেখা গেছে, হাফিজের বেশির ভাগ ডেলিভারিই আইসিসির বেঁধে দেওয়া ১৫ ডিগ্রির সীমা পেরিয়ে যায়। আর আইসিসির নিয়ম অনুযায়ী ১৫ ডিগ্রির বেশি কনুই ভেঙে বোলিং করলে তাকে অবৈধ হিসেবে গণ্য করা হয়। এ কারণে আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করেছে আইসিসি।