শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
বাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজ
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের হাতছানি
প্রকাশ: ১০:৪৮ am ০৪-০৯-২০১৭ হালনাগাদ: ১০:৫০ am ০৪-০৯-২০১৭
 
 
 


অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। তবে গতকালকের ভারী বৃষ্টি চট্টগ্রাম টেস্টের শুরুটাকে একটু অনিশ্চয়তার মধ্যেই ফেলেছিল। সুসংবাদ হলো চমৎকার রৌদ্রোজ্জ্বল পরিবেশে খেলাটা শুরু হচ্ছে যথাসময়ই। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে চসে জিতে ব্যাটিং করবে বাংলাদেশ।
বাংলাদেশ দলে পরিবর্তন একটি। পেস বোলার শফিউল ইসলামের জায়গায় দলে এসেছেন মুমিনুল হক। এর অর্থ, একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান অতিরিক্ত নিয়ে খেলবে বাংলাদেশ। মুমিনুলের বাঁহাতি স্পিনটাকেও হয়তো মাথায় রাখছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গত মার্চে শ্রীলঙ্কা সফরে গলে প্রথম টেস্টটি খেলেছিলেন মুমিনুল। বাদ পড়েছিলেন কলম্বোয় অনুষ্ঠিত দেশের শততম টেস্ট থেকে। ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের টেস্টের স্কোয়াডে থাকলেও একাদশে ঢোকা হয়নি তাঁর। এর আগে অবশ্য প্রথম টেস্টের স্কোয়াড থেকেই প্রথমে বাদ পড়েছিলেন। পরে তাঁকে দলে নেওয়া হয় মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনের অসুস্থতার কারণে।
ঢাকা টেস্টে অস্ট্রেলীয় দলে সাত মাস পর ফিরেছিলেন উসমান খাজা। কিন্তু বাজে পারফরম্যান্সের কারণে চট্টগ্রাম টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন। তাঁর জায়গায় দলে এসেছেন হিলটন কার্টরাইট। এ ছাড়া ঢাকায় চোটের কবলে পড়া জশ হ্যাজলউডের বদলে খেলছেন স্টিভ ও’কিফ। 
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসির হোসেন, মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), হিলটন কার্টরাইট, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, স্টিভ ও’কিফ, নাথান লায়ন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT