বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়ে বাংলাদেশ শুটিং দল
প্রকাশ: ১২:১৫ pm ২৫-০৩-২০১৮ হালনাগাদ: ১২:২৪ pm ২৫-০৩-২০১৮
 
 
 


কমনওয়েলথ গেমসে অংশ নিতে প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়ে বাংলাদেশ শুটিং দল। মেডেল নয় শুরুতে লক্ষ্য থাকবে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করা। অনুশীলনের স্কোর ধরে রাখতে পারলে তা সম্ভব বলে মনে করেন শুটাররা। দীর্ঘ দিনের অনুশীলনে এখন পরিণত বাংলাদেশ দল। কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে সেরা পারফরম্যান্স ধরে করতে পারলে পদক নিয়ে ফিরবে লাল সবুজের প্রতিনিধিরা। এমনটাই প্রত্যাশা কোচের।

দরজায় কড়া নাড়ছে ২১তম কমনওয়েলথ গেমস। যেখানে অংশ নিচ্ছে বাংলাদেশসহ ৭১ দেশের অ্যাথলেটরা। ৪ থেকে ১৫ এপ্রিল অস্ট্রেলিয়ার গোলকোস্ট মাতিয়ে রাখবেন এই ক্রীড়াবিদরা।

প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়ে বাংলাদেশ শুটিং দল। এই ইভেন্টে কমনওয়েলথের মঞ্চ থেকে পদক এসেছে এর আগেও। তাই এবার প্রত্যাশা একটু বেশি। প্রস্তুতিটাও শুটাররা নিয়েছেন লম্বা সময় ধরে। অনুশীলনের স্কোর ধরে রাখতে পারলে ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। বিশ্বাস শুটারদের।



বাংলাদেশের শুটার আরদিনা ফেরদৌস বলেন, আমরা যেরকম অনুশীলন করেছি। যদি আমাদের স্কোরটা সেইরকম ধরে রাখতে পারি আশাকরি সাফল্য ধরা দিবে।

দশ মিটার এয়ার রাইফেলে বরাবরই নিজেদের প্রমাণ করেছেন শুটার আব্দুল্লাহেল বাকী এবং শোভন চৌধুরী। এবার চ্যালেঞ্জটা ৫০ মিটার এয়ার রাইফেলে। নতুন এই ইভেন্টের সাথে মানিয়ে সেরাটা দিতে মুখিয়ে দেশ সেরা দুই শুটার।



আব্দুল্লাহ হেল বাকি বলেন, ওই দিন আমার মতে পারফর্ম করতে পারি আশাকরি ভাল কিছু হবে।

শোভন বলেন, এর আগে কয়েকটি ইভেন্টে ভাল করেছি।আশাকরি এই ইভেন্টেও নিজের সাফল্য ধরে রাখতে পারবো।

দীর্ঘ দিন ধরে ক্যাম্প চলায় শুটাররা এখন পরিণত। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে একটু আগেই দেশ ছেড়েছে দল। তাই সেরা সাফল্য পেতে আশাবাদী কোচও।


ক্লাউস ক্রিস্টিয়ানসেন বলেন, 'শুটারদের টেকনিক্যাল বিষয়ের পাশাপাশি এখন ফিজিক্যাল দিক নিয়েও কাজ করেছি। শুটারদের অনুশীলনের স্কোর আশাবাদী করছে আমাকে। কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে সেরা পারফরম্যান্স ধরে করতে পারলে মেডেল নিয়ে ফিরব আশাকরি।'

গোল কোস্টে ইতিবাচক ফল পেতে আশাবাদী ফেডারেশনের মহাসচিব।

ইন্তিখাবুল হামিদ অপু বলেন, আগে থেকে সেখানে যাওয়া, সেইখানের আবহাওয়া সঙ্গে নিজের মানিয়ে নিয়ে সেইভাবে গড়ে তুলার একটু যাওয়া হচ্ছে।

কমনওয়েলথ মঞ্চে এর আগেও শুটিংয়ের হাত ধরে উড়েছে লাল সবুজের পতাকা। এবার সেই ধারাবাহিকতায় নিজেদের এগিয়ে নেয়ার পালা বাংলাদেশের।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT