ফ্যাঞ্চাইজি ভিত্তিক জনপ্রিয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৮ আসরে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন ভারতীয় তারকা বিরাট কোহলি। টুর্নামেন্ট ইতিহাসে এ যাবতকালের সর্বোচ্চ ২৭ লাখ ডলার পাবেন ভারতীয় অধিনায়ক। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ২০০৮ সাল থেকে আয়োজিত অর্থ সমৃদ্ধ এ টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলবেন কোহলি। অন্যদিকে বিদেশী খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ১৯ লাখ ডলার করে পারিশ্রমিক পাচ্ছেন অস্ট্রেলিয়ার স্মিথ ও ডেভিড ওয়ার্নার। আট দল নিয়ে দুই মাসব্যাপী এ টুর্নামেন্টে এর আগে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছিলেন অলরাউন্ডার যুবরাজ সং। ২০১৫ আসরে দিল্লি ডেয়ার ডেভিলস তাকে ২৫ লাখ ডলারের বিনিময়ে দলে নিয়েছিল। তবে এবার যুবরাজের পাওয়া পারিশ্রমিকের রেকর্ড ছাড়িয়ে গেলেন সম্প্রতি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে বিয়ে করা কোহলি। আগামী ২৭-২৮ জানুয়ারী অনুষ্ঠিতব্য নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি গত আসরের দল থেকে তিন জন করে খেলোয়াড় পুনরায় চুক্তিবদ্ধ করতে পারবে।