দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সেঞ্চুরিয়ন টেস্টে আইসিসির আচরণবিধি লঙ্ঘন করায় ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির শাস্তি হয়েছে। তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। পাশাপাশি তার ম্যাচ ফির ২৫ শতাংশ গুণতে হবে ভারতীয় অধিনায়ককে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে বৃষ্টির পর খেলা শুরু হলে স্যাঁতস্যাঁতে মাঠে বল ক্ষতিগস্ত হয়েছে বলে আম্পায়ার মাইকেল গফের কাছে অভিযোগ জানান কোহলি। এক পর্যায়ে আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে বল ছুড়ে মারেন কোহলি। পরেও কোহলিকে সেদিন ক্ষুব্ধ দেখা গেছে। যা ক্রিকেটের যে 'স্পিরিট তার পরিপন্থী' হিসেবে প্রমাণিত হয়েছে।