শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
আইসিসি প্রমীলা বিশ্বকাপে ফাইনাল নিশ্চিত করল ভারত
প্রকাশ: ১১:৩৭ am ২২-০৭-২০১৭ হালনাগাদ: ১১:৪২ am ২২-০৭-২০১৭
 
 
 


ফাইনাল নিশ্চিত করল ভারত। হারমানপ্রিত কোউরের অপরাজিত ১৭১ রানই এ নিশ্চয়তা এনে দেয়। আইসিসি প্রমীলা বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ফাইনালে তাদের প্রতিপক্ষ হচ্ছে ইংল্যান্ড। ডার্বিতে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩৫ রানে দুই উইকেট হারিয়ে ভারত বিপর্যয়ে পড়লেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন কোউর। অধিনায়ক মিথালি রাজকে সঙ্গে নিয়ে ক্যারিয়ারের ৩য় সেঞ্চুরী তুলে নেন এ ডান হাতি অলরাউন্ডার। বৃষ্টি হানা দিলে ৪২ ওভার খেলায় ৪ উইকেটে ২৮১ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ভারতের বোলিং তান্ডবে দ্রুত উইকেট হারায় অস্ট্রেলিয়া। অ্যালেক্স ব্ল্যাকওয়েলের ৯০ রান কিছুটা আশা জাগালেও ১১বল হাতে থাকতেই ২৪৫ রানে গুটিয়ে যায় ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT