কানাডা প্রবাসী, ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার ২২ নং আসামি মাহফুজুল বারী আর নেই। তিনি সোমবার সকালে তাঁর গ্রামের বাড়ি রামগতিতে যাবার পথে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাঁকে ঢাকার হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হলে ডাক্তারেরা মৃত ঘোষণা করেন (ইন্নানিল্লাহে রাজেউন)।
মাহফুজুল বারী ১৯৩৮ সালের সেপ্টেম্বরে নোয়াখালীর রামগতিতে জন্ম গ্রহণ করেন। পাকিস্তান বিমান বাহিনীতে থাকাকালে শহীদ সোহরাওয়ার্দীর বাসায় তিনি শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করেন এবং গোপনে আন্দোলনের জন্য কাজ করেন। ১৯৬৬ সালে করাচীর ড্রিক রোডস্থ এয়ার ব্যাজ থেকে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেফতারের পর নির্মম নির্যাতন করা হয়। ১৯৬৯ সালে তিনি মুক্তি লাভ করেন। বঙ্গবন্ধুর স্নেহভাজন বারী ১৯৭১ সালে ২ নং সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে গোয়েন্দায় নিয়োজিত হয়ে খবরাখবর এবং তথ্যাদি আদান প্রদান করেন।
এসব নিয়ে সময় প্রকাশন ২০১৫ সালে প্রকাশ করে তাঁর লেখা বই ‘অভিযুক্তের বয়ানে আগরতলা মামলা’।
তাঁর মৃত্যুতে কানাডা প্রবাসী বাঙালিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং তিন ছেলে এবং দুই মেয়ে রেখে যান। তারা সবাই টরেন্টোতে বসবাস করেন।