এসেক্স ছেড়ে হঠাৎ করেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আট ম্যাচ খেলার কথা থাকলেও মাত্র একটি ম্যাচ খেলেই ফিরে আসার সিদ্ধান্তে বিচলিত হয়ে পড়েছিলেন অনেকেই।
বিভিন্ন সংবাদমাধ্যম কারণ খোঁজার চেষ্টা চালায়। গতকাল রাতে দেশের স্বনামধন্য সংবাদমাধ্যম অনলাইন ভার্সনে বলা হয় তামিমের পরিবারের উপর হামলা করার চেষ্টা হয়েছিলো ইংল্যান্ডে, আর তাতেই সেখানে আর থাকতে চাননি তিনি। দ্রুতই এই খবর ছড়িয়ে পড়ে। আরো অনেক সংবাদমাধ্যমও এই খবর প্রচার করে।
তবে আজ তামিম ইকবাল তার অফিশিয়াল ফেসবুক পেইজে জানিয়েছেন এই খবর ভিত্তিহীন। এমন কিছুই ঘটেনি তার ও তার পরিবারের সাথে।
তবে কেনো ফিরে আসা? তামিম আগের মতোই জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই তার এই ফিরে আসা। যদিও ব্যক্তিগত কারণটি কি তা জানাননি তিনি।
তামিম জানিয়েছেন, ইংল্যান্ড তার অনেক পছন্দের জায়গা। স্বল্পসময়ে এসেক্সের সাথেও মায়ার বন্ধনে জড়িয়ে গেছেন তিনি। তামিম তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও জানিয়েছেন। সুযোগ থাকলে ইংল্যান্ডে যেয়ে আবার খেলতে চান তিনি।