শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ
ইনজুরির কবলে পড়েছেন মুস্তাফিজ, বাংলাদেশ খেয়েছে বড়সড় হোঁচট
প্রকাশ: ১১:৩৮ am ১৫-১০-২০১৭ হালনাগাদ: ১১:৪০ am ১৫-১০-২০১৭
 
 
 


টেস্ট সিরিজের দুটি ম্যাচেই হতাশাজনকভাবে হারের মুখ দেখতে হয়েছে বাংলাদেশকে। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে টাইগাররা। কিন্তু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেই বাংলাদেশ খেয়েছে বড়সড় হোঁচট। ইনজুরির কবলে পড়েছেন মুস্তাফিজুর রহমান। ফলে আজ প্রথম ওয়ানডে খেলতে পারবেন না তরুণ এই বাঁহাতি পেসার।

গতকাল শনিবার অনুশীলনের সময় গোড়ালিতে চোট পেয়েছেন মুস্তাফিজ। এ জন্য প্রথম ওয়ানডে যে তিনি খেলতে পারবেন না, তা নিশ্চিতই হয়ে গেছে। সিরিজের বাকি ম্যাচগুলোতেও ফিজকে মাঠে দেখা যাবে কি না, সেই প্রশ্নের উত্তর জানার যাবে পরীক্ষা-নিরীক্ষার পর। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, ‘অনুশীলনে ওয়ার্মআপের সময় মুস্তাফিজের গোড়ালি মচকে গেছে। সিরিজের বাকি ম্যাচগুলো সে খেলতে পারবে কি না, তা আমরা এখনো বলতে পারছি না। দ্বিতীয় ওয়ানডের জন্য কেপটাউনে যাওয়ার পর আমরা সেটা জানতে পারব। আমরা এখনো তার কোনো স্ক্যান করিনি।’ কিম্বারলিতে অনুশীলনের সময় মুস্তাফিজ এই চোট পেয়েছেন ফুটবল খেলতে গিয়ে।

ওয়ানডে সিরিজে বাংলাদেশ অবশ্য দলে পাচ্ছে অলরাউন্ডার সাকিব আল হাসান ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT