বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ই-কমার্সের মাধ্যমে যেসব নারী স্বাবলম্বী হয়েছে
প্রকাশ: ০৫:০৯ pm ০৮-০৪-২০১৭ হালনাগাদ: ০৫:১২ pm ০৮-০৪-২০১৭
 
 
 


ই-কমার্সের মাধ্যমে যেসব নারী স্বাবলম্বী হয়েছে এবং লড়াই চালিয়ে যাচ্ছে তাদের নিয়ে ই-ক্যাব আয়োজন করেছে ‘ইম্পাওয়ারিং উইমেন থ্রো ই-কমার্স এন্ট্রাপ্রেনিউরশিপ’ শীর্ষক আয়োজন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের থ্রিডি অডিটোরিয়ামে দিনব্যাপী ই-কমার্সের নারী উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করেন। এ সময় নারী উদ্যোক্তারা জামদানি শাড়ি, গয়না, প্রসাধনীসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে। প্রদর্শনীতে অংশ নেওয়া কাজুর পসরার স্বত্বাধিকারী রাহাতুন জান্নাত জানান, এ ধরনের আয়োজনে অংশ নিতে পেরে তিনি খুবই অভিভূত। ই-ক্যাব থেকে ভবিষ্যতে আরও আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। আয়োজন সম্পর্কে প্রদর্শনীর আয়োজক ই-ক্যাবের ডিরেক্টর নাসিমা আক্তার নিশা জানান, ই-কমার্সে সেক্টরে আরও নারীদের স্বাবলম্বী করার জন্যই ই-ক্যাব থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দ্বিতীয় সেশনে নারী উদ্যোক্তাদের বৃদ্ধির জন্য ডিজিটাল মার্কেটিংয়ে ওপর একটি ওয়ার্কশপ পরিচালনা করেন এমসিসির হেড অব ট্রেইনিং নাজমুল হাসান তপু এবং এসএসএল ওয়্যারলেসের হেড অব ই-কমার্স নাওয়াত আশেকীন। দিনব্যাপী আয়োজনের মূল সেশনে নিজ নিজ ক্ষেত্রে সফল নারীদের নিয়ে ই-ক্যাবের সভাপতি রাজীব আহমেদের সভাপতিত্বে একটি প্যানেল ডিসকাশনে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজ বেগম, বেসিসের ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ. রহমান, আইসিটি বিশেষজ্ঞ আরিফা জেসমিন কণিকা, দেশিফুল ডটকমের প্রতিষ্ঠাতা বুশরা আলম প্রমুখ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT