শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
হাতুড়া ক্ষমতা
প্রকাশ: ০৯:৪১ am ২৫-০৯-২০১৭ হালনাগাদ: ০৯:৪৫ am ২৫-০৯-২০১৭
 
 
 


হাতুড়া ক্ষমতা

হাতুড়া ডাক্তারের ভুল চিকিৎসায় প্রতিনিয়তই মরছে রোগী
মানুষ ভাবছে,"মৃত্য" প্রকৃতির রিতী,নেই খবর নেই প্রতিবাদ।
হাতুড়া ডাক্তার,হায় কপাল মন্দ,রোগী দেশ সেরা ক্রিকেটার
পুচকে খর্বকায়,হাতুড়া ডাক্তারের ভুল,গোলমেলে মুমিনুল!।

রোগ নির্নয়,অফ স্পিনে দুর্বল! হাতুড়া ডাক্তারের চরম ভুল,
দক্ষিন আফ্রিকার পিচ,ছলনাময়ী নারী,দীর্ঘদিন অবগুণ্ঠনে,
নারীর চরিত্র, বিলাতের বৃষ্টি,১৫ বৎসরের অবগুণ্ঠিত পিচ!
জ্যোতিষি দর্শন,চরিত্র গননে হয় যে ব্যর্থ,হাতুড়া ডাক্তারের।

থাকতে পারেনা গননা ব্যর্থতা,আবিস্কারে মুমিনুলের দুর্বলতা
বাউন্সি বলে খেলে বাজে শট,!অফ স্পিনে মহা দুর্বল,সর্বনাশ
দুর্ভাগ্য হাতুড়া!বেয়াদপ মুমিনুল,ভিন গ্রহের পিচে প্রস্তুতি ম্যাচে 
বাউন্সি শর্ট বল,অফ স্পিন অবলীলায় খেলে স্কোর মাত্র ৬৮!

কি যায় করা,পুঁচকের রং তামাশায়,হাতুড়া এখন পরেছে ফাপড়ে,
হাতে সমাধান!শৃংখলা ভঙ্গের কারনে জরুরি ভাবে দেশে প্রেরন
বজায় রেখে দলে শৃংখলা,খেলোয়াড়কে বোঝাতে রাঙ্গানো চোখ! 
হাতুড়া ক্ষমতা,অন্যথায় দেশে ক্রিকেট হবে ধ্বংস,জানবে নিশ্চয়।

মুশফিকুর রহমান মোহন 
২২ সেপ্টেম্বর ২০১৭
ঢাকা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT