শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
সমাজের আবিস্কার-৫
প্রকাশ: ০৯:০৭ am ২৩-০৯-২০১৭ হালনাগাদ: ০৯:১৫ am ২৩-০৯-২০১৭
 
 
 


সমাজের আবিস্কার-৫

আমাদের প্রথম দেখা শিয়ালদহ দুর্গা নগরের লোকাল ট্রেনে
আকস্মিকতায় আবার দেখা কফিশপে কোন এক বৃষ্টির দিনে।
তুমি ছিলে,দোকানের সামনে আধো ভেঁজা দাড় কাকের মতন 
আমি বৃষ্টির রক্ষা পেতে পরিমরি করে প্রায় ঢুকছি কফিশপেই
হোঁচট খেয়ে, তোমার উপড়ে হুমরি খেতে খেতেও বেঁচে যাওয়া।
তারপর-
সেদিনের ঝুম বৃষ্টির ছন্দে আন্দোলিত হল হৃদয়ের স্পন্দন
সেই থেকে কিযে হল?সবকিছুই পুরো এলোমেলো হয়ে গেল।

সময়ে অসময়ে কখনো তোমার আগমন কখনোবা আমার 
বিরামহীন স্বপ্ন অনর্গল কথা ঝগড়া,অনুযোগ, অভিযোগ,
দমদম,ধর্মতলা,রবীন্দ্র সরোবরে আনন্দময় সেই দিনগুলি।

বিশ্বাসে ধর্ম মতে তোমার ভগবান, আমি নামে মুসলমান 
সেদিনও ঝুম বৃষ্টির সময় দুহাত ধরে তুমি বললে আমায়,
"চলো শুরু করতে আমাদের সংসার আমরা চল পালাই 
সমাজ আমাদের নেবেনা মেনে, চলো চল দেরি না করি"

আমি ছিলাম ধর্মভীরু,হয়তো কোন ক্ষনজন্মা মহা কাপুরুষ!

পারিনি,তখন ধরতে আমি পারিনি অটুট ভাবে ঐ দুটি হাত
হৃদয়ে জমানো অব্যক্ত অণুরনন,চিৎকার করে জানাতে চাই
তোমাকে আমি ভালবাসি,তোমাকে চাই,আমি নই কাপুরুষ।
সেই থেকে শর্মিষ্ঠা ও বৃষ্টি আমার জীবনে এক গুমোট কান্না!!

মুশফিকুর রহমান মোহন।
১৯৮৯ ইং
আন্ধেরি,মুম্বাই 
ভারত।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT