শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
কষ্টার্জিত জয় পেয়েছে পিএসজি
প্রকাশ: ১০:১২ am ১১-০২-২০১৮ হালনাগাদ: ১০:১৪ am ১১-০২-২০১৮
 
 
 


পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও তুলুজের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। লিগ ওয়ানে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে নামা পিএসজি শনিবার টেবিলের নিচের দিকের দলটির মাঠে ১-০ গোলে জিতেছে কাভানিকে ছাড়া খেলতে নামা উনাই এমেরির দল। অগাস্টে লিগের প্রথম পর্বে ঘরের মাঠে দলটিকে ৬-২ ব্যবধানে হারিয়েছিল পিএসজি। ম্যাচের ৬৮তম মিনিটে গোলের দেখা পায় পিএসজি। বাঁ-দিক থেকে দি মারিয়ার ক্রস নিয়ন্ত্রণে নিয়ে এক জনকে কাটিয়ে নেইমারের নেওয়া শট আরেক জনের পায়ে লেগে জালে ঢোকে। লিগ ওয়ানে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটা ১৯তম গোল। ২ গোল বেশি করে তালিকার শীর্ষে আছেন উরুগুয়ের স্ট্রাইকার কাভানি। ২৫ ম্যাচে ২১ জয় ও দুই ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে অলিম্পিক মার্সেই।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT