ছবি: কুষ্টিয়ার জগতি খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে আমন চাল সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জহির রায়হান।
কুষ্টিয়া প্রতিনিধি : প্রায় ১২ হাজার (১১ হাজার ৮শ’ ৫৪) মেট্টিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে কুষ্টিয়ায় খাদ্য অধিদপ্তর কর্তৃক অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১২টায় কুষ্টিয়ার জগতি খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে আমন চাল সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জহির রায়হান। পরে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেন, জগতি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন চালকল মালিক, মিলাররা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, দেশের আমন চাল সংগ্রহের বিষয়ে কুষ্টিয়া সব সময় অগ্রনি ভূমিকা পালন করে আসছে। সরকারও কুষ্টিয়ার দিকে তাকিয়ে থাকে। তবে গতবারের কালো তালিকায় থাকা মিলারদের কাছ থেকে এবার চাল সংগ্রহ করা হবে না। বাকী তালিকাভূক্ত মিল মালিকদের কাছ থেকে দ্রুত লক্ষ্যমাত্রার চাল সংগ্রহ করার চেষ্টা করা হবে।