এস এম জামাল, কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় ৫১ বোতল ফেন্সিডিলসহ নাসরিন সুলতানা (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালেয়ের কর্মকর্তারা। বুধবার সকালে ভেড়ামারা উপজেলার ষোলদাগ পশ্চিম পাড়া এলাকার মাদক ব্যবসায়ী বাবলু মালিথার বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। আটককৃত নাসরিন সুলতানা ভেড়ামারা উপজেলার ষোলদাগ পশ্চিমপাড়া এলাকার মাদক ব্যবসায়ী বাবলু মালিথার স্ত্রী। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক তারেক মাহমুদ জানান, ভেড়ামারা উপজেলার ষোলদাগ পশ্চিম পাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবলু মালিথার বাড়ীতে অভিযান চালায়। এসময় শয়ন কক্ষের ভেতর লুকানো অবস্থায় ৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয। তারা স্বামী-স্ত্রী দুজনেই মাদক ব্যবসার সাথে জড়িত। পরে আটককৃত নাসরিন সুলতানা ও তার স্বামী বাবলু মালিথাকে পলাতক দেখিয়ে ভেড়ামারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। অপরদিকে দুপুরে দৌলতপুর থানার চর সাদীপুর এলাকা অভিযান চালিয়ে কুদ্দস সর্দার(৫২)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এমসয় তার কাছে থাকা ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত কুদ্দস সর্দার ঐ এলাকার জলিল সর্দারের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মিজানুর জানান, বুধবার সকালে ভেড়ামারা উপজেলার ষোলদাগ পশ্চিম পাড়া এলাকার মাদক ব্যবসায়ী বাবলু মালিথার বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তার স্ত্রীকে আটক করা হয়। এবং দৌলতপুর থানার চর সাদীপুর এলাকা অভিযান চালিয়ে কুদ্দস সর্দার নামের এক মাদক ব্যবসায়ীকে ৫শ গ্রাম গাজাসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ভেড়ামারা এবং দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।