শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
গল টেস্টে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল ভারত
প্রকাশ: ১০:০৯ am ৩০-০৭-২০১৭ হালনাগাদ: ১০:১২ am ৩০-০৭-২০১৭
 
 
 


গল টেস্টে একদিন হাতে রেখেই ৩০৪ রানের বড় ব্যবধানে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে সবচেয়ে বেশি রানের ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল ভারত। এ জয়ের ফলে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো বিরাট কোহলির দল। শনিবার চতুর্থ দিনে টেস্টে নিজের ১৭তম সেঞ্চুরি তুলে নিয়েই ভারতের ইনিংস ঘোষণা করেন কোহলি। এদিন ৩ উইকেটে ২৪০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করায় শ্রীলংকার সামনে ৫৫০ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দেয় ভারত। ৫৫০ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ২৯ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে শ্রীলংকা। ওপেনার দিমুথ করুণারত্নে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছেও ৯৭ রানে থামেন। পরে আর কোনো ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেনি। ফলে ৭৬.৫ ওভারেই ২৪৫ রানে থেমে যায় শ্রীলংকার ইনিংস। আগামী ৩ আগস্ট বৃহস্পতিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সংক্ষিপ্ত স্কোর: ভারত ১ম ইনিংস: ৬০০ শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৯১ ভারত ২য় ইনিংস: ৫৩ ওভারে ২৪০/৩ ইনিংস ঘোষণা (ধওয়ান ১৪, মুকুন্দ ৮১, পুজারা ১৫, কোহলি ১০৩*, রাহানে ২৩*; প্রদিপ ০/৬৩, পেরেরা ১/৬৭, কুমারা ১/৫৯, হেরাথ ০/৩৪, গুনাথিলকা ১/১৬)। শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৭৬.৫ ওভারে ২৪৫ (করুনারত্নে ৯৭, থারাঙ্গা ১০, গুনাথিলকা ১০, মেন্ডিস ৩৬, ম্যাথিউস ২, ডিকভেলা ৬৭, পেরেরা ২১*, প্রদিপ ০, কুমারা ০, গুনারত্নে ০ আহত অনুপস্থিত, হেরাথ ০ আহত অনুপস্থিত; শামি ১/৪৩, যাদব ১/৪২, জাদেজা ৩/৭১, অশ্বিন ৩/৬৫, পান্ডিয়া ০/২১)।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT