রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
এই ঈদে দেখা মিলবে বিপাশা হায়াতকে
প্রকাশ: ১২:১০ pm ১৬-০৮-২০১৭ হালনাগাদ: ১২:১২ pm ১৬-০৮-২০১৭
 
 
 


আসছে ঈদে অভিনয়ে বিপাশা হায়াতের দেখা না মিললেও তার রচিত দুটি নাটক দুটি ভিন্ন চ্যানেলে প্রচার হবে। বিপাশা হায়াত রচিত এ কি খেলা নাটকটি নির্মাণ করেছেন আরিফ খান। আবার ছায়া নাটকটি নির্মাণ করেছেন তানিয়া আহমেদ। এ কি খেলা নাটকে অভিনয় করেছেন ওমর সানী-মৌসুমী দম্পতি এবং ছায়া নাটকে অভিনয় করেছেন নোবেল, জাকিয়া বারী মম ও এফএস নাঈম। নাটক দুটির গল্প প্রসঙ্গে বিপাশা হায়াত বলেন, ‘মানুষের লোভ, পাপ এবং প্রায়শ্চিত্ত এগুলো নিয়েই নাটকের গল্প আবর্তিত হয়েছে। মানুষের এই বিষয়গুলো যখন প্রকাশ হয়ে যায় তখন তার সুখটাও কলুষিত হয়। আবার মানুষের ছোট কিংবা বড় পাপ কখনও চাপা থাকে না, কালের আবর্তে তা এক সময় প্রকাশ পাবেই। এই বিষয়গুলোই আমি নাটকে তুলে ধরার চেষ্টা করেছি। আমি সব সময়ই এমন কিছু লিখতে চাই যেন তা মানুষকে কিছুটা সময়ের জন্য হলেও ভাবায়। আবার ছায়া নাটক প্রসঙ্গে বলতে হয় যখন একজন মানুষ চলে যায় তখন কোনো না কোনোভাবে তার ছায়া আমাদের চারপাশে থেকে যায়। এই বিষয়টিকে ঘিরেই নাটকের গল্প এগিয়ে যায়।’ আসছে ঈদে এনটিভিতে প্রচার হবে এ কি খেলা এবং চ্যানেল আইতে প্রচার হবে নাটক ছায়া।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT