শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
ছাতকে প্রাইভেটকার খাদে পড়ে ৪ ব্যক্তি নিহত
প্রকাশ: ০৯:৪০ am ১৭-১২-২০১৭ হালনাগাদ: ০৯:৪৬ am ১৭-১২-২০১৭
 
 
 


সুনামগঞ্জ জেলার ছাতকের তাজপুর এলাকায় একটি প্রাইভেটকার খাদে পড়ে ৪ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা প্রাইভেটকারের যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারটির চালক। শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন-তোফায়েল (২৭), রাজু (৩৫), তারেক (২৭) ও শাহজাহান (৩২)। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান দুর্ঘটনার সত্যতা ও হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। জানা গেছে, ছাতকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে প্রাইভেটকারে চার যুবক সিলেটের টুকেরবাজারে যাচ্ছিলেন। পথে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। আহত প্রাইভেটকার চালককে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT